সোমবার ০৫ মে ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | Death: বহরমপুরে ভরদুপুরে খুন তৃণমূল কর্মী

Riya Patra | ০৭ জানুয়ারী ২০২৪ ১৫ : ৫৫Riya Patra


আজকাল ওয়েবডেস্ক: রবিবার ভরদুপুরে বহরমপুর শহরের চালতিয়া এলাকায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় জেলা তৃণমূল কংগ্রেসের কর্মী সত্যেন চৌধুরীর (৫৮)। এদিন দুপুরে চালতিয়া এলাকায় নিজের নির্মীয়মান ফ্ল্যাটে বসে কাজ করার সময় তিনজন অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করেন বলে জানা গিয়েছে। রক্তাক্ত অবস্থায় সত্যেন চৌধুরীকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গেছে, সত্যেন চৌধুরীর বর্তমানে দলের কোনও পদে না থাকলেও বছর ২-৩ আগেও তিনি দলের জেলা কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। তবে বর্তমানে নিজের ব্যবসা নিয়েই বেশি ব্যস্ত থাকতেন। 
বহরমপুর শহরে সত্যেন চৌধুরীর রাজনৈতিক উত্থান কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর হাত ধরে। কংগ্রেসে থাকার সময় তাঁর বিরুদ্ধে খুন সহ একাধিক গুরুতর অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। একাধিকবার গ্রেপ্তারও হয়েছিলেন তিনি। তবে পরে তিনি দলবদল করে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। 
স্থানীয় সূত্রে জানা গেছে, চালতিয়া এলাকাতে নিজের বাড়ির কাছেই সম্প্রতি সত্যেনবাবু একটি ফ্ল্যাট নির্মাণের কাজে হাত দিয়েছিলেন। রবিবার দুপুরে তিনি "লেবার পেমেন্ট" করার জন্য সেখানেই বসে ছিলেন। সেই সময়ে হঠাৎই তিনজন যুবক একটি বাইকে করে এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। সূত্রের খবর, সত্যেনবাবুকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি চালানো হয়। 
যুগর হালদার নামে সত্যেন চৌধুরীর এক ঘনিষ্ঠ বলেন, "গুলি চলার ঘটনার মিনিট পাঁচেক আগেও আমি সত্যেনবাবুর সঙ্গে ছিলাম। বর্তমানে তিনি সক্রিয় রাজনীতি না করে ব্যবসায়িক কাজেই মনোনিবেশ করেছিলেন। কী কারণে তাঁকে গুলি করে খুন করা হল আমরা বুঝতে পারছি না।"তবে তিনি জানান, "সম্প্রতি সত্যেনবাবুর সঙ্গে স্থানীয় পঞ্চায়েতের কয়েকজনের একটি জমিতে পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে গন্ডগোল হয়।" 
বহরমপুর পুরসভার চেয়ারম্যান, "নাড়ুগোপাল মুখার্জি বলেন সত্যেনবাবু আমাদের অভিভাবক ছিলেন। বিভিন্ন সামাজিক কাজের জন্য আমরা তাঁর কাছ থেকে পরামর্শ নিতাম। তাঁর মৃত্যু আমাদের কাছে অত্যন্ত বেদনার।" 
তৃণমূল কংগ্রেসের বহরমপুর-মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি অপূর্ব সরকার বলেন, "এক সময় অধীর চৌধুরীর ছায়া সঙ্গী ছিলেন সত্যেন চৌধুরী। পরে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। ২০১৯ সাল পর্যন্ত আমি তাঁকে সক্রিয়ভাবে তৃণমূলে আমার পাশে পেয়েছি। তবে বর্তমানে তিনি দলের কোনও পদে ছিলেন না।"
বিজেপির বহরমপুর সাংগঠনিক জেলা সভাপতি শাঁখারভ সরকার বিস্ফোরক দাবি করে বলেন , "এই জেলার দু"জন তৃণমূল বিধায়ক বিজেপিতে যোগদান করার পরিকল্পনা করছিলেন। এর মধ্যস্থতা করছিলেন সত্যেনবাবু। আমার জানা নেই এই কারণে খুন কি না। আমি গোটা ঘটনাটি লিখিতভাবে কেন্দ্রীয় গৃহমন্ত্রীকে জানাব। "




নানান খবর

নানান খবর

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন

বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি

শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা

বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট

আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা

আইসিএসই পরীক্ষায় ৯৯.‌০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া

অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়

সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির

'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ

স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও

বাংলাদেশি সন্দেহে গুজরাট পুলিশের হাতে আটক বাংলার ৩ যুবক, ‘দিদিকে বলো'-তে অভিযোগ পরিবারের

গ্রামের মহিলাদের মধ্যে ভরসা ফেরাতে সামশেরগঞ্জের প্রত্যন্ত এলাকায় ঘুরছে 'উইনার্স'

ডাম্পার ও অটোর মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু হল ১০ বছরের নাবালিকার

নির্জন জঙ্গলে পাখির ডাক, দূরে বরফের হাতছানি, গরমে যেতে পারেন শান্ত নিরিবিলি এই গ্রামে

'তীর্থস্থান সবার জন্য', দিঘার জগন্নাথ মন্দিরে মহাযজ্ঞে উপস্থিত হয়ে বললেন মুখ্যমন্ত্রী

সোশ্যাল মিডিয়া